দীর্ঘ মেয়াদী কোর্স
জাপানিজ ভাষা শিক্ষা কোর্স শেষে যারা বিশ্ববিদ্য়ালয়ে বা ভোকেশনাল স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য় উচ্চশিক্ষার প্রস্তুতিমূলক কোর্স। কোর্সের মেয়াদ: ২বছর, ১বছর ৯মাস ও ১বছর ৬মাস। আপনার ভাষা দক্ষতা বা ব্য়ক্তিগত সামর্থের দিকে খেয়াল রেখে আমরা শ্রেণি কার্যক্রম পরিচালনা করি। যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র JLPT পরীক্ষায় ভাল ফলাফল করবে না বরং জাপানের গণবিশ্ববিদ্য়ালয়ের পাবলিক ভর্তি পরীক্ষায় (EJU) ও কৃতকার্য হবে। ভর্তি প্রস্তুতির সাথে সাথে ভবিষ্য়ৎ উচ্চশিক্ষার জন্য়ও শিক্ষার্থীদের যথাযথ ভাবে গড়ে তোলা হয়। এই বিদ্য়ালয় সম্পর্কে যে কথা না বললেই নয়, আমরা শিক্ষার্থীদের নিজকে প্রকাশের ক্ষমতা ও নিজ মতামত সঠিক ভাবে তুলে ধরার গুণাবলী বিকাশে যথেষ্ট মনোযোগ দিয়ে থাকি বিদ্য়ালয় ক্য়াম্পাসকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিশ্ববিদ্য়ালয় ও ভোকেশনাল স্কুলের তথ্য় দিয়ে ঢেলে সাজানো হয়েছে।
স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রস্তুতি
গবেষণা পরিকল্পনা, ক্ষুদ্র গবেষণা বা গবেষণা পত্র পড়ার মাধ্য়মে শিক্ষার্থীদের যৌগিক পঠন, বর্ণনা ও চিন্তা করার দক্ষতা বৃদ্ধি হয় ও পছন্দের বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির ব্য়বস্থা করা হয়।
মাস্টার্স কোর্সে ভর্তির প্রবাহচিত্র
ব্য়াচেলর কোর্সে ভর্তি
JLPTও বিশ্ববিদ্য়ালয় ভর্তি পরীক্ষার (EJU) প্রস্তুতি হিসেবে আমাদের শিক্ষার্থীরা মডেল টেস্ট, মডেল প্রশ্ন সমাধান, আগের বছেরর প্রশ্ন সমাধান বা মক টেস্টে অংশগ্রহণের মাধ্য়মে বাস্তব অভিজ্ঞতা লাভ করে। এছাড়াও পছন্দের বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির আবেদন, কাগজপত্র তৈরী ও অনুশীলনী সাক্ষাতকার আয়োজন বা থিসিস পেপার লেখা অনুশীলন করার মাধ্য়মে শিক্ষার্থীকে প্রস্তুত করে তোলা হয়।
ব্য়াচেলর ও ভোকেশনাল কোর্সে ভর্তির প্রবাহচিত্র
ভোকেশনাল কোর্সে ভর্তি
JLPT N3 পাশের সাথে সাথে, ভাষার মৌলিক যোগ্য়তা যথা: শোনা, বলা, পড়া, লেখা ও চিন্তা করার দক্ষতার ভারসাম্য় সমভাবে বিকশিত হবার প্রয়াশ করা হয়।
জাপানে অবস্থানকারীদের জন্য জাপানি ভাষা কোর্স।
প্রস্তুতি চলছে
স্বল্পমেয়াদী কোর্স
সময়ের স্বল্পতার জন্য় যারা দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি হতে পারছেন না, এছাড়াও যারা জাপানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন বা সত্য়িকার ভাবে জ্ঞান পিয়াসু শিক্ষার্থীদের জন্য় এই কোর্স প্রযোজ্য়। এই কোর্সে জাপানিজ ভাষা দক্ষতা বৃদ্ধির সাথে সাথে পর্যাপ্ত ছুটি কাটানো বা জাপানিজ সংস্কৃতির অভিজ্ঞতা লাভের আয়োজন রয়েছে। সামাজিক কর্মকান্ডে বা ইভেন্টে অংশগ্রহণের মাধ্য়মে ভাষা দক্ষতা উন্নয়নের সুযোগ ঘটে। দ্রষ্টব্য়: উপরোক্ত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য় পৃথক চার্জ প্রযোজ্য়। বিস্তারিত জানার জন্য় আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
অন্য়ান্য় কোর্স
নির্দিষ্ট পেশার উপযুক্ত কোর্স