আমাদের বার্তা
কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল দক্ষ মানব সম্পদ তৈরী করে যারা সমাজের সকল স্তরে দক্ষতার সাথে নিজ অবদান রাখতে পারে। ভাষার তাত্ত্বিক ও ব্য়বহারিক উভয় যোগ্য়তা অর্জনের মাধ্য়মে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্য়ালয় বা ভোকেশনাল কলেজে ভর্তি এবং পরবর্তী চাকুরী জীবনে প্রবেশের উপযোগী করে গড়ে তোলা হয়।
শিক্ষার্থীরা প্রাত্য়াহিক কার্যক্রম, সহশিক্ষাক্রমিক কার্যাবলী, আঞ্চলিক আচার অনুষ্ঠানের সাথে জড়িত হয়ে বিভিন্ন ধরণের অভিজ্ঞতা লাভ করে যা তাদের জাপানিজ সংস্কৃতি ও রীতি নীতির অনুধাবনে সম্পূরক।
প্রত্য়েক শিক্ষার্থীর সম্ভাবনাকে আলাদা আলাদা ভাবে প্রসারিত করে লক্ষের দিকে ধাবিত হতে যথোপযুক্ত প্রোগ্রাম তৈরী করে সাপোর্ট প্রদান করা হয়।
প্রেসিডেন্ট এর বাণী
প্রধান পরিচালক কাজুমাসা কিনোসিতা২০১১ সালে মাত্র ২ জন চীনা শিক্ষার্থী নিয়ে কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল যাত্রা শুরু করেছিল। বর্তমানে বিশ্বের ১০ টি দেশের শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছে। আমাদের ক্য়াম্পাস যেন একটি ক্ষুদ্র বিশ্ব, যেখানে তুমি শুনতে পাবে মেধাবীদের উজ্জ্বল কণ্ঠস্বর। আমাদের দেশ বিদেশের স্টাফগণ শিক্ষার্থীকে তার দৈনন্দিন জীবনের যে কোন পরিপ্রেক্ষিতে মাতৃভাষায় পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। পড়ালেখায় সর্বোচ্চ মনোযোগ স্থাপনের উপযুক্ত পরিবেশ তৈরীর লক্ষে আমরা সর্বক্ষণ কাজ করে যাচ্ছি। প্রায় সকল শিক্ষার্থীই বিদ্য়ালয়ের কোর্স শেষে বিশ্ববিদ্য়ালয় বা ভোকেশনাল স্কুলে পদার্পন করে।
এখন তথ্য় প্রযুক্তির যুগ, তাই তুমি যেখানেই থাকো না কেন, বিশ্বের যে কোন প্রান্তে পৌছে নতুন জ্ঞান অর্জনের সুযোগ পাওয়া যায়। আমার মতে, ভাষা শিক্ষাও অনুরূপ পদ্ধতিতে হয়। কিন্তু, জাপানীজ ভাষার তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি, এর সংস্কৃতি, ইতিহাস ও প্রথার সাথে পরিচিত হওয়া গুরুত্বপূর্ণ। সহশিক্ষাক্রমিক কার্যাবলীর ও বিভিন্ন সেচ্ছসেবী কার্যক্রম পরিচালনার মাধ্য়মে বিদ্য়ালয়ের শিক্ষার্থীরা লোকাল কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়। এই অভিজ্ঞতা প্রতিটি শিক্ষার্থীর জীবনে অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকে, সাথে সাথে জাপানীজ জীবন ব্য়বস্থা সম্পর্কেও গভীর ভাবে বুঝতে সমর্থ হয়।
সম্প্রতি অত্র বিদ্য়ালয় পরিদর্শন করতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ইনিস্টিউট বা কোম্পানীর সংখ্য়া বৃদ্ধি পাচ্ছে। জাপানের অভ্য়ন্তরেও আমাদের সুনাম ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাঝেও এই বিদ্য়ালয় সম্পর্কে আগ্রহ বাড়ছে। আমাদের প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের বহুমাত্রিক চাহিদা পূরণ করতে ও তাদের কে স্থানীয় সমাজের যোগ্য় প্রতিনিধি করে গড়ে তুলতে বদ্ধ পরিকর।
অধ্য়ক্ষ এর বাণী
অধ্য়ক্ষ্য়এ্য়ামামত সাতোমি
ভিন দেশে নতুন জীবনে অভিযোজন করা অত্য়ন্ত কষ্টসাধ্য় বলে আমি মনে করি। জাপানী শব্দ “大変”দুইটি কানজির সমন্বয়ে গঠিত যথা: “大” ও “変”। “大”এর অর্থ বড় বা বৃহৎ এবং “変”এর অর্থ পরিবর্তন। তাই শিক্ষার্থী হিসেবে জাপানে অভিযোজন করতে তোমার মাঝে বৃহৎ পরিসরে পরিবর্তন আসবে। এই বিদ্য়ালয়ে তুমি জাপানী ভাষা শিক্ষার পাশাপাশি জাপান সমাজ ব্য়বস্থা, সংস্কৃতি ও রীতি-নীতি সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে পারবে, যা তোমার ভিতরে বহুজাতিক সমাজে খাপ খাইয়ে নেয়ার ভিত তৈরী করবে। এখানে প্রতিদিন বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকের সাথে তোমার পরিচয় ঘটবে, সাক্ষাত হবে এবং সাথে সাথে নিজ থেকে বিভিন্ন ধরণের সমস্য়া সমাধানের পথ খুঁজে পাবে, যা তোমাকে সামনের দিকে অগ্রসর হতে শক্তি যোগাবে।
লক্ষ্য় যাদের অটল, নিজের প্রয়োজন সম্পর্কেও তারা সচেতন। যে কোন পর্যায়েই, তাড়াহুড়ো না করে বরং নিজের পরিচিত বিষয় দিয়ে শুরু করে কাঠিন্য়ের দিকে অগ্রসর হতে হয়। পরিপ্রেক্ষিত যাই হোক না কেন- লেখাপড়া, গবেষণা বা কর্মস্থল, শক্ত ভিত তৈরী করে পরবর্তী স্তরে পদার্পন করতে হয়, তাই নয় কি? আমি আশা করি আগামী ৫ থেকে ১০ বছরের মধ্য়েই সারা বিশ্ব আমাদের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এবং তারা নিজের জন্য় চমৎকার ভবিষ্য়ৎ তৈরী করবে। আমি বিশ্বাস করি প্রত্য়েকেই তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে সক্ষম হবে। তোমাদের জাপানে আসার প্রতীক্ষায় রইলাম।
বিদ্য়ালয়ের ইতিহাস
- মার্চ,২০১১
৯৮ জন শিক্ষার্থী ধারণক্ষমতা নিয়ে টাতেইশি, নিশিনোমিয়া নামক স্থানে প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল, ২০১১
Kitashinmachi, Chuo-ku, Osaka-shi তে কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল এর প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হয়।
- অক্টোবর, ২০১১
বিদ্য়ালয়ের নাম ও প্রতিষ্ঠাতার নাম পরিবর্তিত হয়,
জাপানিজ ভাষা শিক্ষা এ্য়সোসিয়েসন কর্তৃক লাইসেন্স সনদ অর্জন করে
ওসাকা ইমিগ্রেসন সার্ভিস এজেন্সি এর শাখা কোবে ইমিগ্রেসন
থেকে মানসম্পন্ন বিদ্য়ালয়ের স্বীকৃতি লাভ করে। - সেপ্টেম্বর, ২০১৪
বিদ্য়ালয়ের শিক্ষার্থী ধারণক্ষমতা ১৪৭ জনে উন্নীত হয়।
- জুলাই, ২০১৬
বিদ্য়ালয়ের শিক্ষার্থী ধারণক্ষমতা ১৭৭ জনে উন্নীত হয়।
- মে, ২০১৭
জাপানিজ ভাষা শিক্ষা এ্য়াসোসিয়েসন (JaLSA)এর মেম্বরসিপ অর্জন।
- এপ্রিল, ২০১৯
বর্তমান (নিশিনোমিয়া হোনমাচি) নতুন ভবনে স্থানান্তরিত।
- জানুয়ারী, ২০২০
হিয়োগো প্রিফেকচার জাপান শিক্ষা লেইসুন এ্য়াসোসিয়েসন এর সদস্য় পদ লাভ।
- অক্টোবর, ২০২৩
ওসাকা ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির শাখা, কোবে ইমিগ্রেশন থেকে আমাদের স্কুল, মানসম্পন্ন বিদ্য়ালয়ের স্বীকৃতি(১ম শ্রেণী ) লাভ করেছে।
বিদ্য়ালয় প্রোফাইল
- প্রতিনিধি পরিচালক
প্রধান পরিচালক কাজুমাসা কিনোসিতা
পরিচালক কেনরি হাগিহারা
পরিচালক এ্য়ামামত সাতোমি - মূলধন
৯৫ মিলিয়ন ইয়েন
- প্রতিষ্ঠাকাল
১ জুলাই, ১৯৮৬
- ব্য়বসার ধরণ
জাপানীজ ভাষা শিক্ষা প্রশাসন, ভৌত অবকাঠামো ব্য়বস্থাপনা।
- ওসাকা সদর দপ্তর
3-4 Kita-shinmachi, Chuo-ku, Osaka 540-0023
- জাপানীজ ল্য়াঙ্গুয়েজ
স্কুল6-21 Honmachi, Nishinomiya, Hyogo 662-0914
(School)
TEL:+81-798-22-7135、
FAX:+81-798-22-2719
(Office)
TEL:+81-798-78-2458、
FAX:+81-798-78-2459
SKYPE:kobe-kg.jp
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্কুল
কোবে ইমিগ্রেসন ব্য়ুরো কর্তৃক আদর্শ স্কুল এর উপাধি প্রাপ্ত।
জাপানিজ ভাষা শিক্ষা এ্য়সোসিয়েসন এর সদস্য়।
হিয়োগো বিভাগ জাপান শিক্ষা লেইসুন এ্য়াসোসিয়েসন এর সদস্য়।
সানমিন কোসান কোম্পানী লি:
- প্রোপাইটর
কাজুমাসা কিনোসিতা, প্রতিনিধি পরিচালক, কোম্পানী প্রেসিডেন্ট
- মূলধন
৭২ মিলিয়ন ইয়েন
- প্রতিষ্ঠাকাল
২৬ ফেব্রুয়ারী, ১৯৫৬
- ব্য়বসার বিষয়
পেভমেন্ট কন্সট্রাকশন, সিভিল ইনজিনিয়ারিং, ভূমি স্থাপত্য়কলা, মাটি উন্নয়ন কর্ম, পানি সরবরাহ, ইমপ্লোএমেন্ট এজেন্সী।
- প্রধান কার্যালয়
Kita-shinmachi, Chuo-ku, Osaka 540-0023
- কোবে অফিস
2F Shiroyama Denshi Bldg., 1-2-29 Ekimae-dori, Hyogo-ku, Kobe 652-0897
TEL:+81-78-652-6325
FAX:+81-78-652-6327 - সাকাই আলকাতরা
ও কনক্রিট ইন্ডাস্ট্রি1-139 Ishihara-cho, Higashi-ku, Sakai 599-8102
TEL:+81-72-252-3063
FAX:+81-72-252-3921
木下工業株式会社